ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

ফায়ার ফাইটার শাকিলের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ৮ জুন ২০২২   আপডেট: ১১:১০, ৮ জুন ২০২২
ফায়ার ফাইটার শাকিলের দাফন সম্পন্ন

তরফদার বাড়ির মাঠে তাকে গার্ড অব অর্নার দেওয়া হয়

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে  নিহত ফায়ার ফাইটার শাকিল তরফদার দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) রাত পৌনে ৮টায় খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুখদাড়া গ্রামে তরফদার বাড়ির মাঠে গার্ড অব অর্নারের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

জানাজায় আত্মীয়স্বজন, এলাকাবাসী, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শাকিলের কফিনে ফুল দিয়ে শেষ সম্মান জানানো হয়।

আরো পড়ুন:

ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে শাকিলের মরদেহ গ্রামের বাড়ি আনার পর শেষবারের মতো দেখতে হাজারো মানুষ ভিড় করেন।

ফায়ার সার্ভিস খুলনা বিভাগের উপ-পরিচালক মো. সালেহউদ্দিন জানাজার আগে সরকারের পক্ষে এই পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শাকিলের মরদেহ শেষবারের মতো আনা হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে। সেখানে তার জানাজায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইনউদ্দিন এবং বিজিবি ডিজিসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

উল্লেখ্য, খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুখদারা গ্রামের সাত্তার তরফদার ও জেসমিন বেগমের তিন ছেলের মধ্যে সবার ছোট ছিলেন শাকিল হাসান তরফদার (২৪)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডে ফায়ার সার্ভিসের কুমিরা ইউনিটে ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন।

মুহাম্মদ নূরুজ্জামান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়