১৩ জুন ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর স্টেশন থেকে আগামী ১৩ জুন ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে (পশ্চিম) মহা ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।
অসীম কুমার তালুকদার বলেন, ‘রেলওয়ের পক্ষ থেকে আমরা আম ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছিলাম। তারা আমাদের জুন মাসের প্রথম সপ্তাহে ম্যাংগো ট্রেনটি চালু করার জন্য বলেছিলেন। আমরাও মন্ত্রনালয়ে এমনটিই প্রস্তাব করেছিলাম। কিন্তু কিছু কাজ বাকি থাকায় ট্রেনটি চালু করা সম্ভব হয়নি। তাই ১৩ জুন থেকে এ ট্রেনটি চলাচল করবে।’
রেল বিভাগের তথ্য মতে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রথম ২০২০ সালের ৫ জুন ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন হয়। ওই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা ম্যাংগো ট্রেনে আম পরিবহন হয় ১ লাখ ৬৭ হাজার ৮২ কেজি। আর তা থেকে রাজস্ব আয় হয় ২ লাখ ১১ হাজার ৪৫৮ টাকা।
দ্বিতীয়বার ২০২১ সালের ২৭ মে ট্রেনটি চালু হয়। ট্রেনটি ১৬ জুলাই পর্যন্ত আম পরিবহন করে। ওই বছরে আম পরিবহন হয় ২ লাখ ৩৬ হাজার ৯৭৩ কেজি। সে সময় রাজস্ব আদায় হয়েছিল ১৩ লাখ ৪৪ হাজার ৯২০ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের সহকারি রেলস্টেশন মাষ্টার মোহাম্মোদ ওবায়দুল্লাহ রাইজিংবিডিকে বলেন, ‘গত দু্ই বছর ধরে কম টাকায় আম পরিবহন করে আসছে ম্যাংগো স্পেশাল ট্রেন। এবারো ট্রেনটি চালু হবে। ১৩ জুন থেকে এ ট্রেনটি আম পরিবহন করবে বলে আমাদের জানিয়েছেন রেলওয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা।’
তিনি আরো বলেন, ‘রেলওয়ের কর্মকর্তারা এখনও আমাদের পরিবহনের খরচের কথা বলেননি। তবে গত দুই বছর ধরে ১ টাকা ৩১ পয়সা কেজি দরে আম পরিবহন করছে ট্রেনটি। আশা করছি এবারও এমনই খরচ থাকবে।’
মেহেদী/ মাসুদ