বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহতের ঘটনায় থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) রাতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলা করেন। মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ আসামিদের নাম প্রকাশ করেনি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ মামলার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আগুন ও বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ এনে এই মামলা করা হয়েছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
শনিবার (৪ জুন) রাতে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। পরে সেখানে থাকা কেমিক্যাল ভর্তি কনটেইনারে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। চট্টগ্রাম জেলা প্রশাসক মোমিনুর রহমান জানান, এই অগ্নিদুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং ৯৯ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রেজাউল/বকুল