ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত: মনিরুল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ১৫ জুন ২০২২   আপডেট: ১২:২৮, ১৫ জুন ২০২২
জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত: মনিরুল

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু বলেছেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। 

বুধবার (১৫ জুন) নগরীর হোচ্চামিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। 

সাক্কু বলেন, ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত। জয়-পরাজয় যেটাই হোক, রেজাল্ট নিয়ে যাব। মাত্র তো এক ঘণ্টা গেলো। হোক না আরও, তারপর বলা যাবে।

আরো পড়ুন:

এর আগে, আজ সকাল ৮টায় এ সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে মোট ভোটার রয়েছেন ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। ভোটের মাঠে দায়িত্ব পালন করছে ৩ হাজার ৬০০ জন আইনশৃঙ্খলা বাহিনী, ১০৫টি মোবাইল টিম, ৪০টি র‍্যাবের টিমসহ বিভিন্ন সংস্থা।

চিশতি/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়