ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

অন্য কেউ জয়ী হলেও বরণ করবো: রিফাত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ১৫ জুন ২০২২   আপডেট: ১২:১১, ১৫ জুন ২০২২
অন্য কেউ জয়ী হলেও বরণ করবো: রিফাত

নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে আ.লীগের প্রার্থী আরফানুল হক রিফাত বলেছেন, যদি অন্য কেউও জয়ী হয়; তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবো। 

বুধবার (১৫ জুন) সকালে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট কেন্দ্রে ভোট দিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন নৌকা প্রতীকের এই প্রার্থী।

রিফাত বলেন, ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে যে বিজয়ী হবে তাকেও ফুলের মালা দেব। আমি আশাবাদী লোক, নিরাশার ধারেকাছেও থাকতে চাই না। ভোটারদের বলব, আজকে সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।

আরো পড়ুন:

ভোটের পরিবেশ চমৎকার জানিয়ে তিনি বলেন, আপনারা দেখেন পোলিং এজেন্টরা সসম্মানে যার যার জায়গায় আছেন। আমি এখন পর্যন্ত চমৎকার পরিবেশ দেখছি।

উল্লেখ্য, কুমিল্লা সিটিতে ২৭টি ওয়ার্ডে ভোটার রয়েছে ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী এবং ১ লাখ ১২ হাজার ৮২৬ জন পুরুষ। ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন দুজন। দুটি পৌরসভাকে একীভূত করে ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করে সরকার। এরপর ২০১২ ও ২০১৭ সালে দুবার নির্বাচন হয়।

ঢাকা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়