ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কুমিল্লায় উৎসবের আমেজ চলছে: এমপি বাহার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ১৫ জুন ২০২২   আপডেট: ১৪:১২, ১৫ জুন ২০২২

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, প্রশাসনকে বলতে চাই যে; অতি উৎসাহী কোনও কর্মকর্তা যেন পরিবেশ নষ্ট না করে। ক্যান্ডিডেট-সমর্থকরা উৎসবমুখর অবস্থায় আছেন। সারা কুমিল্লায় উৎসবের আমেজ চলছে।

সোমবার (১৫ জুন) নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বাহার বলেন, কোথাও ১০-১২ জন একসঙ্গে দাঁড়িয়ে থাকলে; অতি উৎসাহী কোনও কর্মকর্তা যেন তাদের হ্যারাস না করে। আইনশৃঙ্খলার অবনতি হলে তখন আপনারা কাজে নামেন। কুমিল্লাবাসীর প্রত্যেকেই যেন সুষ্ঠু, সুন্দরভাবে ভোট দিতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এটা অনুরোধ।

আরো পড়ুন:

এই সংসদ সদস্য বলেন, বৃষ্টি চলে যাওয়ার পর ভোটাররা উৎসব-উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন। উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোনও গণ্ডগোল, ঝামেলা নেই। 

এর আগে, এই নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ৮ জুন এমপি বাহারকে এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসি। তবে তিনি এই নির্দেশ মানেননি। সবশেষ এ নিয়ে উষ্মা প্রকাশ করে নির্বাচন কমিশন।

ঢাকা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়