ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

নির্বাচন অস্থিতিশীল করার অভিযোগে ৬ জনকে কারাদণ্ড

কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১৫ জুন ২০২২   আপডেট: ১২:৩৮, ১৫ জুন ২০২২
নির্বাচন অস্থিতিশীল করার অভিযোগে ৬ জনকে কারাদণ্ড

কুমিল্লা সিটি নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষায় ভোটাররা

কুমিল্লা সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডে নির্বাচন পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে ছয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কামরুল হাসান।

বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ওই ছয়জনকে সংরাইশ কেন্দ্র থেকে আটক করে সাজা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান।

আরো পড়ুন:

কামরুল হাসান জানান, 'আমরা সংরাইশ কেন্দ্রে গিয়ে দেখতে পেয়েছি ছয়জন ব্যক্তি অস্থিতিশীল পরিবেশ তৈরীর চেষ্টা করছিলেন। পরে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের মধ্যে কাউকে তিনদিন, কাউকে ছয়দিন এবং কাউকে ৯ দিনের কারাদণ্ড দেওয়া হয়।’ 

এর আগে বুধবার সকাল ৮টা থেকে কুমিল্লা সিটি করপোরেশনের সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত সিটির ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলবে।

কুসিকের মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এছাড়া, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুজন।

কুমিল্লা সিটি নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মিলে ১৪০ জনের মতো প্রার্থী আছেন ভোটের মাঠে। এ নির্বাচনে ৫ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ডে দু'জন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শরীফ/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়