ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ভোট দিয়ে ভালো লেগেছে: তৃতীয় লিঙ্গের ২ ভোটার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ১৫ জুন ২০২২   আপডেট: ১৩:৪৩, ১৫ জুন ২০২২
ভোট দিয়ে ভালো লেগেছে: তৃতীয় লিঙ্গের ২ ভোটার

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিয়েছেন দুই তৃতীয় লিঙ্গের ভোটার। তারা হলেন প্রীতি ও লতা।

বুধবার (১৫ জুন) সকাল ১১টায় কুমিল্লা পুলিশ লাইন্স কেন্দ্রে ভোট দেন তারা।

ভোট দেওয়ার পর অনুভূতি জানতে চাইলে প্রীতি বলেন, ভোট দেওয়ার জন্য ঢাকা থেকে এসেছি। ইভিএম সম্পর্কে বলেন, গতবারের চেয়ে ভালো লেগেছে।

আরো পড়ুন:

লতা বলেন, কোনও অসুবিধা হয়নি। এবার সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। কোনও চুরির সুযোগ নাই।

এর আগে, সকাল ৮টা থেকে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

এবার নির্বাচনে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। আর দুজন তৃতীয় লিঙ্গের ভোটার।

ঢাকা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়