জামালপুরে বিপৎসীমার উপরে যমুনা ও ব্রক্ষপুত্রের পানি
জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জামালপুরে উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে যমুনাসহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনার পানি শুক্রবার বিকালে বিপৎসীমা অতিক্রম করেছে।
দেওয়ানগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আব্দুল মান্নান জানান, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৬৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১১ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাহাদুরাবাদ নৌ থানার ওসি মিজানুর রহমান জানান, পাহাড়ি ঢলে ব্রক্ষপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় শুক্রবার (১৭ জুন) ভোরে দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি সড়কের মন্ডল বাজার এলাকায় ভেঙে উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় ইসলামপুর উপজেলার কুলকান্দি, বেলগাছা, পাথর্শী, নোয়ারপাড়া, চিনাডুলি ও সাপধরি ইউনিয়নের নিম্নাঞ্চলের পাট, সবজিসহ বিভিন্ন ফসল ডুবে গেছে।
জামালপুরের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সেলিম/টিপু