ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বেড়েছে দুর্ভোগ 

লালমিনরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ২১ জুন ২০২২  
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বেড়েছে দুর্ভোগ 

লালমিনরহাটে তিস্তা নদীর পানি কখনও বাড়ছে, আবার কখনও কমছে। নদীর পানি বেড়ে জেলার তিনটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রোকৌশলী মিজানুর রহমান জানান, মঙ্গলবার (২১ জুন) দুপুর ১২টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সন্ধ্যা ৬টায় ওই পয়েন্টে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। 

পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছেন লোকজন। অনেকে নির্ঘুম রাত পার করেছেন। 

আরো পড়ুন:

সহির উদ্দিন নামে একজন বলেন, রাতে যখন ঘুমায় তখন ভালো ঘর। অথচ রাত সাড়ে ৩টায় উঠে দেখি ঘরে হাটু সমান পানি। 
খুনিয়াগাছ, মহিষখোচা, চন্ডিমারি, মহিষাশহর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকার ঘর-বাড়িতে বন্যার পানি ঢুকেছে। রাস্তাঘাট ও নদী তীরে ভাঙন শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে গবাদি পশুসহ উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন অনেকে।

মহিষখোচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী রাইজিংবিডিকে বলেন, আমার ইউনিয়নে ৫ হাজার পরিবার পানিবন্দি আছেন। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। লোকজন অনেক কষ্টে আছে। 

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, বন্যায় পানিবন্দিদের জন্য ২৮৩.১ মেট্রিক টন চাল ও ১২ লাখ ৭০ হাজার নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

ফারুক আলম/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়