ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

তিস্তায় পানি কমেছে

নীলফামারী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ২২ জুন ২০২২   আপডেট: ১৩:৫৫, ২২ জুন ২০২২
তিস্তায় পানি কমেছে

নীলফামারীর ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি কমে বিপৎসীমার নিচে নেমে গেছে। বুধবার (২২ জুন) দুপুর ১২ টায় ডালিয়া পয়েন্টে এ নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এদিকে নদীর পানি কমায় মানুষের বাড়ি ঘর থেকেও পানি নামতে শুরু করেছে। তবে এখনো চুলা জ্বালাতে না পারায় খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট রয়ে গেছে। 

জানা গেছে, ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবড়ি, খালিশাচাঁপানী ও ঝুনাগাছ চাঁপানী ও জলঢাকা উপজেলা গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, কৈইমারী, শৌলমারী ইউনিয়নের চরগুলো থেকে পানি নামছে। 

আরো পড়ুন:

নদীবেষ্টিত সোনাখুলী এলাকার বাসিন্দা আব্দুল হাকিম বলেন, ‘রাত থেকে অল্প অল্প  করে পানি নামতে শুরু করে। আজ দুপুর থেকেই অধিকাংশ বাড়ির পানি নেমে গেছে। তবে কখন ভারতের উজান হতে পানি এসে সবকিছু আবার ডুবিয়ে দেবে তা বলা মুশকিল। বর্ষাকাল এলেই আমাদের ভয়ে থাকতে হয়।’

টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান ময়নুল হক বলেন, ‘৭ দিন ধরে তিস্তা নদীর পানি কখনো বাড়ছে আবার কখনো কমছে।’ 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা বলেন, ‘বুধবার দুপুর ১২টার দিকে তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এরপরও তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

সিথুন/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়