পদ্মা সেতুর উদ্বোধন: পাটুরিয়ায় গাড়ির জন্য ফেরির অপেক্ষা
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পদ্মা সেতু উদ্বোধনের পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যস্ততম নৌ-রুট পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের চাপ কমেছে। রোববার (২৬ জুন) সরেজমিনে পাটুরিয়া ফেরি ঘাট ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
জানা যায়, গত দুই দিনে এই নৌ-রুট দিয়ে ১৫ হাজার যানবাহন পারাপার করেছে। তবে আজ ঘাট এলাকা পুরো ফাঁকা। হঠাৎ দু’একটি বাস ও ট্রাক এলে সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। ফেরিগুলোকে ঘাটে গাড়ির অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে।
ট্রাকচালক ইয়াসিন মিয়া বলেন, ‘দুই সপ্তাহ আগেও এই ঘাট দিয়ে ১৫ ঘণ্টায় পার হয়েছি। কিন্তু আজ টার্মিনালে কোনো ট্রাক নেই। টিকেট কেটে সরাসরি ফেরিতে উঠে গেছি।’
রাজন বিশ্বাস নামে এক যাত্রী বলেন, ‘নদী পার হবার জন্য ফেরিতে উঠেছি। তবে যানবাহনের চাপ না থাকায় ফেরি পরিপূর্ণ হতে সময় লাগছে। অনেকেই পদ্মা সেতু দেখার জন্য এ রুট ব্যবহার করছে না। ফলে ঘাট ফাঁকা হয়ে গেছে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ বলেন, ‘মাওয়া ঘাট বন্ধ থাকায় গত দুই দিনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে প্রায় ১৫ হাজার যানবাহন পারাপার করা হয়েছে। তবে আজ এই রুটে কোনো চাপ নেই।’
চন্দন/কেআই