ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

পদ্মা সেতুতে পেঁয়াজবাহী ট্রাক উল্টে তিন জন আহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ২৭ জুন ২০২২   আপডেট: ১৯:৩৩, ২৭ জুন ২০২২
পদ্মা সেতুতে পেঁয়াজবাহী ট্রাক উল্টে তিন জন আহত

ছবি: রাইজিংবিডি

পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে উত্তর ভায়াডাক্টে নিয়ন্ত্রণ হারিয়ে পেঁয়াজবাহী ট্রাক উল্টে তিন জন আহত হয়েছেন। সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এসময় সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেব জানান, ট্রাকটি ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিল। দ্রুত গতিতে আসার কারণে সেতুর মাওয়া প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় তিন জন গুরুতর আহত হয়েছেন। এক জনের অবস্থা আশঙ্কাজনক।

রতন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়