ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

বেড়েছে তিস্তা ও ধরলার পানি 

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ২৯ জুন ২০২২   আপডেট: ১০:২১, ২৯ জুন ২০২২
বেড়েছে তিস্তা ও ধরলার পানি 

লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদীর পানি শঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে । একরাতেই এই পানি বৃদ্ধি পায়।

মঙ্গলবার (২৮ জুন) রাত ৯টায় তিস্তা ধরলার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও আজ বুধবার (২৯ জুন) সকাল ৯টার দিকে দুই নদীর পানি বেড়ে যায়। 

জানা গেছে, তিস্তার পানি ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার রাতে যা বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

আরো পড়ুন:

এদিকে শঙ্কাজনক পানি বৃদ্ধি পেয়েছে ধরলায়। সকাল ৯টায় শিমুলবাড়ি পয়েন্টে এই নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। মঙ্গলবার  রাত ৯টার দিকে একই পয়েন্টে ধরলার পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার নিচে ছিল। 

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান, ভারতের কালিংপং, দার্জিলিং,গ্যাংটকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। ফলে উজানের পানির ঢলে নদীগুলোর পানি বাড়ছে। এছাড়া দেশের ভেতরেও বৃষ্টি হওয়া পানি বাড়ার আরো একটি কারণ।

ফারুক আলম/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়