মাছের ঘের থেকে বের হচ্ছে গ্যাস, চলছে রান্নাও
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটের মোংলায় মাছের ঘের থেকে গ্যাস বের হচ্ছে। ঘের থেকে বালু উত্তোলনের সময় এই গ্যাস বের হতে থাকে। গ্যাস বের হওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর শত শত উৎসুক জনতা একনজর দেখার জন্য সেখানে ভিড় জমাচ্ছেন।
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় মো. দেলোয়ার হোসেনের (৩০) মাছের ঘেরে বালু উত্তোলনের সময় এই ঘটনা ঘটে।
গ্যাস দেখতে আসা দক্ষিণ চাঁদপাইয়ের উজ্জ্বল মল্লিক বলেন, ‘শুনলাম এই এলাকার একটি মাছের ঘের থেকে গ্যাস উঠছে। তাই শুনে পরিবার নিয়ে দেখতে এসেছি। এসে দেখি বাড়ির লোকেরা গ্যাস দিয়ে রান্না করছেন।’
জমির মালিক দেলোয়ার হোসেন বলেন, ‘বালু তোলার সময় হঠাৎ গ্যাস ওঠা শুরু করে। এসময় বালু ও পানির সঙ্গে গ্যাস মিশে প্রায় ১৫০ ফুট উপরে উঠে যায়। ৫ থেকে ৬ বছর আগে একবার এই ঘের থেকে বালু তোলার জন্য ড্রেজার মেশিন বসানো হয়েছিল। তখনও বালুর সঙ্গে গ্যাস বের হওয়ায় বালু উঠানোর কাজ বন্ধ করে দেওয়া হয়। এখন দেখি সেখান থেকে আবারো গ্যাস উঠছে।’
দেলোয়ারের স্ত্রী সুফিয়া খাতুন মিম বলেন, ‘এই ঘেরে বালি পরীক্ষার জন্য পাইপ বসিয়ে ছিল। কিন্তু সেখান থেকে এখন গ্যাস উঠছে। ওই গ্যাসের পাইপের সঙ্গে লাইন দিয়েছি আমরা। এখন এই গ্যাস দিয়ে রান্না করতেছি।’
স্থানীয় ইউপি সদস্য উকিল উদ্দিন ইজারাদার বলেন, ‘প্রায় ৫ থেকে ৬ বছর আগে এখান থেকে গ্যাস উঠেছিল। তখন বিষয়টি কেউ মূল্যায়ন করেনি। এখানে কি পরিমাণ গ্যাস আছে তা বলতে পারছি না। সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। না হলে যে কোনো সময় বড় ধরনের ক্ষতি হতে পারে।’
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
টুটুল/কেআই