সোনামসজিদ দিয়ে ভারত থেকে এলো পেঁয়াজের ৪০টি ট্রাক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দীর্ঘ দুই মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৯৯০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে ভারত থেকে এলো ৪০টি ট্রাক।
মঙ্গলবার (৫ জুলাই) এ খবর নিশ্চিত করেছেন সোনামসজিদ শুল্ক বন্দর সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন।
ইসমাইল হোসেন বলেন, পেঁয়াজ আমদানিতে জটিলতা থাকায় এতোদিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসেনি। সর্বশেষ এ বছরের ৫ মে এ বন্দরে পেঁয়াজ আমদানি হয়। দুই মাস পর সোমবার (৪ জুলাই) ৯শ ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
তিনি আরও বলেন, কোরবানি ঈদের আগ মুহূর্তে ভারত থেকে আসা এই পেঁয়াজ বাজারে ইতিবাচক সাড়া ফেলবে। এছাড়াও মসলা আমদানি হচ্ছে, বাজারে মসলার দামও কমবে।
এ ছাড়া সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জানান, ১০ জুলাই ঈদুল আজহা। ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৯ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত সকল প্রকার আমদানি রপ্তানি বন্ধ থাকবে বলে জানান ।
আব্দুর রশিদ বলেন, সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশন, সোনামসজিদ আমদানি ও রাপ্তানি গ্রুপসহ সংশ্লিষ্ট সকল সংগঠনের দায়িত্বরত সকলকে নিয়ে ঈদুল আযহা উদযাপনে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয় ঈদলু আজহা উপলক্ষে ৪ দিন সোনামসজিদ বন্ধ থাকবে। ১৩ জুলাই থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।
মেহেদি/টিপু