ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৭ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ৬ জুলাই ২০২২  
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) ফলাফল প্রকাশিত হয়েছে।

বুধবার (৬ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর পরিচালক মো. আতাউর রহমান ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

আতাউর রহমান জানান, পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৫০টি কলেজের মোট ৪ লাখ ৪৪ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী ২ লাখ ৩৭ হাজার ১২৭ জন অনার্স তৃতীয় বর্ষে প্রোমোটেড হয়েছেন। পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৬৬ শতাংশ।

আরো পড়ুন:

তিনি আরও জানান,  সন্ধ্যা ৭টা থেকে এসএমএস এর মাধ্যমে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>h2<space>Roll No  লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.results.nu.ac.bd  অথবা www.nubd.info থেকে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

এলএলবি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ: 

এদিকে একই দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এলএলবি প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় সারাদেশে মোট ১৩ হাজার ২৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে উত্তীর্ণ ১০ হাজার ১১৭ জন।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়