ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে কুষ্টিয়া উত্তাল 

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ৮ জুলাই ২০২২  
সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে কুষ্টিয়া উত্তাল 

কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। এদিকে পুলিশের কর্তব্যে অবহেলার অভিযোগ তুলে স্থানীয় সংবাদকর্মীদের প্রতিবাদে এখন কুষ্টিয়া উত্তাল। জেলা জুড়েই এই প্রতিবাদ অব্যাহত রয়েছে।

শুক্রবার (৮ জুলাই) বেলা ১১টায় কুষ্টিয়া পৌর গোরস্থানে লাশ দাফনের পরে কুষ্টিয়া শহরের ব্যবস্ততম ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন কুষ্টিয়ার সাংবাদিকরা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক নেতা মুজিবুল শেখ, নুরুন্নবী বাবু, গোলাম মওলা, চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি শরীফ বিশ্বাস, বাংলাভিশনের হাসান আলী, মাইটিভির আব্দুর রাজ্জাক বাচ্চু, জিটিভির সোহেল রানা, প্রথম আলোর তৌহিদী হাসান, নিউজটুয়েন্টিফোরের জাহিদুজ্জামান, আরটিভির শেখ হাসান বেলাল, দেশ টিভির নাহিদ হাসান তিতাশ, বাংলাদেশ বেতারের রাশেদুল ইসলাম বিপ্লব, ইনডিপিন্ডেন্ট টিভির মিলন উল্লাহ, একুশে টিভির জহুরুল ইসলাম, ডিবিসি’র সাজ্জাদ রানা, বাংলাটিভির লিটনউজ্জামান, মোহনা টিভির আকরাম হোসেন, এনটিভির সাবিনা ইয়াসমিন শ্যামলী প্রমুখ।

এসময় কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টাস ক্লাব, অনলাইন রিপোর্টাস ইউনিটসহ কুষ্টিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে কুষ্টিয়ার কুমারখালীসহ জেলা জুড়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকেও আজ প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

কাঞ্চন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়