ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

চট্টগ্রামে একদিনে ৮২ হাজার মানুষ পাবেন বুস্টার ডোজ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১৮ জুলাই ২০২২   আপডেট: ১৩:১২, ১৮ জুলাই ২০২২
চট্টগ্রামে একদিনে ৮২ হাজার মানুষ পাবেন বুস্টার ডোজ 

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় মঙ্গলবার (১৯ জুলাই) একদিনে ৮২ হাজার মানুষকে করোনার বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচী হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

সোমবার (১৮ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী এ বিষয়টি জানান।

জানা গেছে, নগরীর ৪১টি ওয়ার্ডের মধ্যে প্রতি ওয়ার্ডে দুটি করে কেন্দ্র বুস্টার ডোজের টিকা দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডের এক হাজার মানুষকে মঙ্গলবার বুস্টার ডোজের টিকা দেওয়া হবে।

আরো পড়ুন:

ডা. সেলিম আকতার জানান, মঙ্গলবার ‘গণবুস্টার ডোজ ভ্যাকসিনেশন’ দিবস উপলক্ষ্যে চসিক এলাকায় এক দিনে ৮২ হাজার মানুষকে করোনার বুস্টার ডোজ টিকা দেওয়ারর সার্বিক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। নগরীরর ৪১ ওয়ার্ডের মধ্যে প্রতিটি ওয়ার্ডে দুটি করে কেন্দ্র থাকবে। প্রতি কেন্দ্রে ৫০০ জন করে দুই কেন্দ্রে ১ হাজার জনকে টিকা দেওয়া হবে। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের ৪ মাস পার হলেই ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সী সবাই বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। টিকা নিতে আসার সময় টিকা সনদ অবশ্যই সঙ্গে রাখতে হবে। 

রেজাউল/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়