উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিসহ গুলিবিদ্ধ ৩
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গুলি বর্ষণ হয়েছে। এতে ক্যাম্পের হেড মাঝিসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পে গুলি বর্ষণ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে।
পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দে জানান, গুলিবিদ্ধদের মধ্যে ক্যাম্প-৪ এর হেড মাঝি মোহাম্মদ হোসেন রয়েছেন। অন্য দুইজনের পরিচয় জানা যায়নি। তাদের ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে ৩০ জন পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এর আগে আপাতত কিছু বলা যাচ্ছে না।
তারেকুর/বকুল