ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

তিস্তার পানি বিপৎসীমার ওপরে

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ১ আগস্ট ২০২২   আপডেট: ১৬:৪৩, ১ আগস্ট ২০২২
তিস্তার পানি বিপৎসীমার ওপরে

উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার (১ আগস্ট) বিকেলে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে হঠাৎ নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। নদীর চর ও তীরবর্তী আমনসহ অন্য  ফসলের জমি পানিতে প্লাবিত হেতে পারে বলে আশঙ্কা করছেন।। সেই সঙ্গে তাদের মধ্যে নদী ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে। 

আরো পড়ুন:

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলি মিজানুর রহমান বলেন, আগামী ২৪ ঘণ্টায় নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিররহাট ও নীলফামারীতে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। 

 

ফারুক আলম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়