ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

শিক্ষা উপমন্ত্রীর আশ্বাসে ছাত্রলীগের পদবঞ্চিতদের আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ২ আগস্ট ২০২২   আপডেট: ১২:১৯, ২ আগস্ট ২০২২
শিক্ষা উপমন্ত্রীর আশ্বাসে ছাত্রলীগের পদবঞ্চিতদের আন্দোলন স্থগিত

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর আশ্বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো ডাকা ছাত্রলীগের একাংশের অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন বিক্ষোভকারীরা। সকাল থেকেই প্রধান ফটক অবরোধ করে তারা বিক্ষোভে নামেন।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন। পদবঞ্চিত চবি ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

গত রোববার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর রাত থেকেই আন্দোলনে নামেন পদবঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবেরোধ করেন তারা।

আরো পড়ুন:

এদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আন্দোলন স্থগিত ঘোষণা করা হলেও বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা এবং শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

চবির পরিবহন বিভাগ থেকে জানা গেছে, অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের কোনো বাস ক্যাম্পাস থেকে বের হতে পারেনি। এছাড়া বন্ধ রয়েছে শাটল ট্রেন। 

আরও পড়ুন: চবিতে ছাত্রলীগের অবরোধ, শাটল ট্রেন বন্ধ

/রেজাউল/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়