ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

লক্ষ্মীপুরে স্কুলছাত্রী হিরামনি হত্যাকারীদের ফাঁসি দাবি

লক্ষ্মীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ২ আগস্ট ২০২২  
লক্ষ্মীপুরে স্কুলছাত্রী হিরামনি হত্যাকারীদের ফাঁসি দাবি

লক্ষ্মীপুরে আলোচিত স্কুলছাত্রী হিরা মনিকে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ‘সম্মিলিত সচেতন লক্ষ্মীপুরবাসী’। 

মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য রাখেন হিরা মনির মা ফাতেমা বেগম, স্বেচ্ছাসেবী সংগঠক রাজু আহমেদ ও ‘নিরাপদ নোয়াখালী চাই’ সংগঠনের লক্ষ্মীপুর শাখার যুগ্ম-আহবায়ক ফাতেমা ইসলাম। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

হিরামনির মা ফাতেমা বেগম বলেন, আমি দ্রুত মেয়ে হত্যার বিচার চাই। হত্যাকারীরা হিরা মনিকে আমার কোলে থাকতে দেয়নি। ২ বছর অপেক্ষা করেও বিচার পাচ্ছি না। যেন দ্রুত বিচার হয়, সেজন্য আমি প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপ কামনা করছি। 

‘নিরাপদ নোয়াখালী চাই’ সংগঠনের লক্ষ্মীপুর শাখার যুগ্ম-আহবায়ক তাসলিমা ইসলাম বলেন, আইনে আছে ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার হবে। কিন্তু ২ বছর শেষ হয়ে গেলেও এখনো বিচার হচ্ছে না। আমরা দ্রুত হিরামনি হত্যার সুষ্ঠু বিচার চাই। এ ধরণের হত্যাকাণ্ড যেন পৃথিবীর কোথাও না ঘটে। 

বাদীর আইনজীবী কাউসার আলম লিটন বলেন, ভিকটিমকে ধর্ষণের ঘটনায় আরিফ হোসেন নামে এক আসামির ডিএনএ মিলেছে। ওই আসামি কারাগারে রয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ বলেন, মানববন্ধন থেকে নাশকতার শঙ্কা ছিলো। এছাড়া তারা অনুমতিও নেয়নি। এজন্য তাদেরকে দ্রুত মানববন্ধন শেষ করতে বলা হয়। 

প্রসঙ্গত, ২০২০ সালের ১২ জুন দুপুরে ঘরে একা পেয়ে পালেরহাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী হিরা মনিকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনাটি দেশব্যাপী আলোচিত ছিলো। তখন ডাকসু ও লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন জেলায় হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

লিটন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়