ভোলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমের নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোলা জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।
বুধবার (৩ আগস্ট) বিকেল ৫টায় জেলা বিএনপি হরতালের ডাক দেয়।
নুরে আলমের হত্যার বিচার চেয়ে বিকেলে বিএনপির কার্যালয়ে সামনে দলের বিক্ষোভ মিছিল শেষে হরতালের ডাক দেওয়া হয়। বিক্ষোভে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যানসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেয়।
এর আগে দুপুরে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ভোলা শহরে উত্তেজনা দেখা দেয়। জেলা কার্যালয়ে হাজির হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে দলের নেতাকর্মীরা।
ভোলা শহরে পুলিশ ও বিএনপির সংঘর্ষে আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা নুরে আলম মারা যায়। এ নিয়ে এ সংঘর্ষে দুই জনের মৃত্যু হলো।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি ও বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে রোববার (৩১ জুলাই) বিক্ষোভ বের করে জেলা বিএনপি। মিছিলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ঘণ্টাব্যাপি সংঘর্ষ হয়। তখন স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম মারা যায়।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা মিলিয়ে চার শতাধিক নেতাকর্মীর নামে দুটি মামলা করা হয়েছে।
মনজুর/বকুল