ভোলায় বিএনপির হরতাল প্রত্যাহার
ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
গয়েশ্বর চন্দ্র রায় সংবাদ সম্মেলনে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন
ভোলায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল আধাবেলা পর প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সংবাদ সম্মেলনে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।
ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমের নিহতের ঘটনায় এ হরতাল ডাকা হয়েছিলো।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপির ধারাবাহিক কর্মসূচি চলবে। দলীয় কর্মীদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আপাতত জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আধাবেলা পর হরতাল প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়ুন: ভোলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক
তিনি বলেন, এ হত্যাকাণ্ডের বিচার হবে। বিএনপির পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে হরতালের সমর্থনে শহরে দফায় দফায় বিক্ষোভ করেন বিএনপির কর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে জড়ো হন তারা। তবে অপ্রতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সংবাদ সম্মেলনের আগে সেখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ছাড়াও মেজর (অব.) হাফিজ উদ্দিন, বিলকিস জাহান শিরিনসহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলো। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।
পরে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেন কেন্দ্রীয় নেতারা।
মনজুর রহমান/ইভা