ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

দুই রোহিঙ্গা সংগঠনের মধ্যে গোলাগুলি, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ৮ আগস্ট ২০২২   আপডেট: ১৩:২০, ৮ আগস্ট ২০২২
দুই রোহিঙ্গা সংগঠনের মধ্যে গোলাগুলি, নিহত ১

কক্সবাজারে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মো. ইব্রাহিম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

এদিকে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে  আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (৭ আগস্ট) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে এ ঘটনাটি ঘটেছে।

আরো পড়ুন:

সোমবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি হাসান বারী নূর।

নিহত ইব্রাহিম টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের সি-ব্লকের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।

এপিবিএন জানায়, ইব্রাহিম এক সময় রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন 'জকির বাহিনীর' হয়ে কাজ করতেন।

স্থানীয়দের বরাতে এডিআইজি হাসান বারী নুর বলেন, ‘পাহাড়ি এলাকায় রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলির খবর দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে গুরুতর অবস্থায় তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই ওই ব্যক্তি মারা যান।’ 

তিনি আরও বলেন, ‘ঘটনায় জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু করা হয়েছে। তাদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

তারেকুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়