ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

মেঘনায় মিললো মৃত ডলফিন

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ৯ আগস্ট ২০২২   আপডেট: ১৪:৪৮, ৯ আগস্ট ২০২২
মেঘনায় মিললো মৃত ডলফিন

মৃত ডলফিন

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদী থেকে ৫০ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে সাড়ে চার ফুট লম্বা ডলফিনটি উদ্ধার করা হয়। পরে সেটিকে মাটিতে পুতে ফেলা হয়। 

বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) ফেরদৌস আহম্মদ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নৌ পুলিশ ফাঁড়ি সংলগ্ন মেঘনা নদীতে একটি মৃত ডলফিন ভাসতে দেখে স্থানীয় লোকজন আমাদের খবর দেয়। পরে ডলফিনটি উদ্ধার করে তীরে উঠানো হয়। বিষয়টি স্থানীয় প্রশাসন ও মৎস্য দপ্তরকে অবহিত করলে ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত দেওয়া হয়।

আরো পড়ুন:

তিনি আরো জানান, অসুস্থ হয়ে ডলফিনটি মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাহাঙ্গীর লিটন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়