সেই শিক্ষিকার দাফন সম্পন্ন
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোরে কলেজছাত্রকে বিয়ে করে সারাদেশে ভাইরাল সহকারী অধ্যাপক খায়রুন নাহারের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৪ আগস্ট) রাতে এশার নামাজের আগে শিক্ষিকার গ্রামের বাড়ি গুরুদাসপুর উপজেলার খামার নাচকৌর এলাকার আবু বক্কর সিদ্দিকী কওমী মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে মরদেহ গ্রামের বাড়িতে এলে স্থানীয়রা এক পলক দেখবার জন্য ভিড় করেন।
গুরুদাসপুর থানার কর্মকর্তা ওসি মো. আব্দুল মতিন এ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের সহায়তায় মরদেহ ঐ শিক্ষিকার বাবার বাড়ি খামার নাচকৌর এলাকার জানাজা শেষে রাতেই দাফন সম্পন্ন হয়েছে।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, রোববার বিকেলে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। ওই সময় মরদেহের গলায় একটি দাগ ছাড়া অন্য কোনো জখম বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করে বগুড়া সিআইডির একটি টিম।
পরে নাটোর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
/আরিফুল/সাইফ/