ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু 

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ২০ আগস্ট ২০২২   আপডেট: ১২:৫৪, ২০ আগস্ট ২০২২
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু 

নাটোরের সিংড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী আয়েশা বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে সিংড়া-বামিহাল আঞ্চলিক সড়কের বিনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আয়েশা বেগম উপজেলার ডাহিয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আব্দুল কাদেরের স্ত্রী।

আরো পড়ুন:

সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে আব্দুল কাদের ও তার স্ত্রী আয়েশা বেগম মোটরসাইকেলে করে সিংড়া থেকে ডাহিয়া ইউনিয়নের পিপুলশন গ্রামে বাড়িতে যাচ্ছিলেন। বিনগ্রামে পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান আয়েশা বেগম। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, কোনো অভিযোগ না থাকায় থানায় লিখিত দিয়ে লাশ নিয়ে গেছেন পরিবারের সদস্যরা।

আরিফুল/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়