ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

সিলেট-তামাবিল সড়কে চা শ্রমিকদের বিক্ষোভ 

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ২০ আগস্ট ২০২২   আপডেট: ১৪:২৯, ২০ আগস্ট ২০২২
সিলেট-তামাবিল সড়কে চা শ্রমিকদের বিক্ষোভ 

সিলেট-তামাবিল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন চা শ্রমিকরা

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চা শ্রমিকরা।

শনিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে সড়কটি অবরোধ করেন তারা। এতে সড়কের দুই পাশে কয়েক শ গাড়ি আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। 

গত শনিবার (১৩ আগস্ট) থেকে মজুরি বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন শ্রমিকরা। 

আরো পড়ুন:

মজুরি বাড়ানোর জন্য বাগান মালিক কর্তৃপক্ষ, মজুরি বোর্ড, চা শ্রমিক ইউনিয়নের নেতাদের দুই দফা বৈঠকের পরও দাবি পূরণ না হওয়ায় ধর্মঘট অব্যাহত রেখেছেন তারা।

এদিকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে নিজ নিজ এলাকায় সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছেন। ধর্মঘটের কারণে বাগানে চা-পাতা তোলা বন্ধ থাকায় চা উৎপাদনও বন্ধ রয়েছে। এতে প্রতিদিন ২০ কোটি টাকার ক্ষতি হচ্ছে বাগান মালিকদের।

শনিবার (২০ আগস্ট) সকালে সিলেটের লাক্কাতুরা, মালনীছড়া, হিলুয়াছড়া, খাদিম চা বাগানে গিয়ে দেখা যায়, কয়েকশো শ্রমিক বাগানের সড়কে বসে স্লোগান দিচ্ছেন। তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠছে বাগান এলাকা।

চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালা বলেন, ‘মালিকপক্ষ আমাদের ১৪০ টাকা দিতে চায়। আমরা সেটা নেব না।  দরকার হলে আমরা না খেয়ে থাকব। যত দিন আমাদের দাবি পূরণ না হয়, সে পর্যন্ত আমরা চা বাগানের কাজে যোগ দেব না।‘

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতা নৃপেন পাল বলেন, ‘আন্দোলন শুরুর পর থেকে বাগান কর্তৃপক্ষ চা শ্রমিকদের রেশনসহ সব সুযোগ-সুবিধা বন্ধ রেখেছে। শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। তবুও দাবি আদায় না হলে আন্দোলন থামবে না।’

শনিবার সকাল থেকে সিলেট তামাবিল সড়কের খাদিম এলাকায় অবস্থান নিয়েছে তা শ্রমিকরা। 

হযরত শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করছে।’

নূর আহমদ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়