বাহুবলে চা-শ্রমিকদের মহাসড়ক অবরোধ
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দৈনিক ৩শ টাকা মজুরির দাবিতে হবিগঞ্জ জেলার বাহুবলে বিভিন্ন বাগানের চা শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেছেন।
শনিবার (২০ আগস্ট) দুপুরে শ্রমিকরা বাহুবল উপজেলার বাগানবাড়ি এলাকায় প্রায় ১ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন।
খবর পেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমাসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে চা-শ্রমিকদের সান্ত্বনা দেন এবং তাদের দাবি প্রধানমন্ত্রী বরাবর জানানোর আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। অবরোধকালে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে।
বাহুবলের মধুপুর বাগানের শ্রমিক নেতা গোপাল চন্দ্র গোরাইত বলেন, চা শ্রমিকরা দীর্ঘদিন যাবত অবহেলিত। আমরা যে মজুরি পাই তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষিত করার কোনও ব্যবস্থা নেই। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনমান কঠিন হয়ে পড়েছে। তাই আমাদের দৈনিক মজুরি বৃদ্ধির দাবি একটি ন্যায্য দাবি।
বৃন্দাবন চা বাগানের শ্রমিক নেতা অধির সাঁওতাল বলেন, মধুপুর, বৃন্দাবনসহ বিভিন্ন চা বাগানের শ্রমিকরা সকালে নিজ নিজ চা বাগানে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। একপর্যায়ে দাবি আদায়ের লক্ষ্যে তারা নিজ নিজ উদ্যোগে বাহুবলের বাগানবাড়ি এসে মহাসড়ক অবরোধ করেন। প্রশাসনের আশ্বাসে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, একাধিক বৈঠক হয়েছে। কিন্তু কোনও সমাধান হচ্ছে না।
মামুন/টিপু