চা শ্রমিকদের ধর্মঘট নিরসনে বৈঠক শুরু
মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম
৩০০ টাকা মজুরির দাবিতে চলমান অর্নিদিষ্টকালের চা শ্রমিকদের ধর্মঘট নিরসনে চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে ফের বৈঠকে বসেছেন শ্রম অধিদপ্তর ও সরকারের প্রতিনিধিরা।
শনিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।
বিভাগীয় শ্রম দপ্তরের উপ পরিচালক নাহিদুল ইসলাম বলেন, চলমান শ্রমিক ধর্মঘট নিরসনে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক চা শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার জন্য এসেছেন। এখানে মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুস শহীদ, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানসহ হবিগঞ্জ, সিলেট ও চটগ্রামের জেলা প্রশাসকের প্রতিনিধিরা উপস্থিত আছেন।
এদিকে মজুরি বৃদ্ধির আন্দোলনের অষ্টম দিনেও মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে বিক্ষোভ করতে দেখা গেছে শ্রমিকদের। এসময় শ্রমিকদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
চা শ্রমিক দুলাল হাজরা বলেন, ‘আমাদের আন্দোলন চলছে। প্রতিদিন পত্রিকা ও টেলিভিশনে সংবাদ হচ্ছে। আমাদের দুঃখ কষ্ট দেখানো হচ্ছে। আমাদের দাবির বিষয় বলা হচ্ছে। এখন এসব বিষয় যদি মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ না করেন তাহলে আমাদের অধিকার আদায় হবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের পাশে এগিয়ে আসবেন। আমরা ন্যায্য দাম পেলে আন্দোলন থেকে সরে আসবো।’
বৈঠক শুরুর আগে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজর জানান, শ্রীমঙ্গলে শ্রম দপ্তরের কার্যালয়ে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী এসেছেন। সেখানে ডাকা হয়েছে আলোচনার জন্য।
হামিদ/ মাসুদ