২৫ টাকা মজুরি বাড়ানোর প্রস্তাবে ধর্মঘট প্রত্যাহার চা শ্রমিকদের
মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ২৫ টাকা মজুরি বাড়ানোর প্রস্তাবে ধর্মঘট প্রত্যাহার করেছেন চা শ্রমিকরা। দৈনিক ১৪৫ টাকা মজুরিতে আগামীকাল রোববার থেকে কাজে যোগ দিবেন তারা।
এর আগে, ১২০ টাকা মজুরিতে কাজ করতেন চা শ্রমিকরা। ধর্মঘট শুরুর আগে তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ টাকা অত্যন্ত অপ্রতুল।
আরও পড়ুন: ১২০ টাকার করুণ জীবন চা শ্রমিকদের
শনিবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজড়া বলেন, ‘১৪৫ টাকা মজুরির প্রস্তাবে আন্দোলনরত শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। তবে তাদের বিষয়টি পুনর্বিবেচনার দাবী জানিয়েছেন।’
উল্লেখ্য, গত শনিবার (১৩ আগস্ট) দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দেন চা শ্রমিকরা। এর আগে, গত ৯ থেকে ১১ আগস্ট দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন তারা।
আরও পড়ুন: ধর্মঘট: নষ্ট হচ্ছে চা পাতা
হামিদ/কেআই