ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় তিন ডিম ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২০ আগস্ট ২০২২  
ব্রাহ্মণবাড়িয়ায় তিন ডিম ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় দোকানে মূল্যতালিকা ও ক্যাশমেমো না থাকায় তিন ডিম ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২০ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান শহরের ফারুকী বাজারে অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন।

এর মধ্যে ইব্রাহিম ট্রেডার্সকে ৪ হাজার টাকা, রহমান মিয়ার দোকানকে ২ হাজার ও আকলিমা ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ভোক্তা পর্যায়ে ডিমের দাম স্বাভাবিক রাখতে শনিবার দুপুরে শহরের কাউতলী ও ফারুকী বাজারে অভিযান পরিচালনা করা হয়। আমাদের কাছে তথ্য ছিল, ফারুকী বাজারে বেশি দামে ভোক্তাদের কাছে ডিম বিক্রি করা হচ্ছে। সেখানে অভিযান চালিয়ে ডিমের দাম অতিরিক্ত রাখা, দামের তালিকা ও ক্যাশমেমো না থাকায় তিনটি দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দোকান মালিকদের মূল্যতালিকা এবং ক্যাশমেমো সংরক্ষণ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। 

মাইনুদ্দীন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়