কিশোরগঞ্জে হুইল চেয়ার ও ডিজিটাল সাদা ছড়ি পেল প্রতিবন্ধীরা
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ডিজিটাল সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ ক্লাব চত্বরে জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আয়োজনে ৫০ জন প্রতিবন্ধীর এটা মাঝে বিতরণ করা হয়।
এ সময় জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
জেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজল, সাংস্কৃতিক সম্পাদক শেখ ফরিদ আহমেদ, সদস্য কৃষিবিদ মোকাম্মেল হোসেন রুবেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে পৌরসভা ও ১১ ইউনিয়নের ৩১ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও ১৯ জন দৃষ্টি প্রতিবন্ধীকে ডিজিটাল সাদা ছড়ি বিতরণ করা হয়।
রুমন/বকুল