ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

সিলেটের বেশিরভাগ চা শ্রমিক কাজে যোগ দেননি

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ২২ আগস্ট ২০২২   আপডেট: ১৭:৩৩, ২২ আগস্ট ২০২২
সিলেটের বেশিরভাগ চা শ্রমিক কাজে যোগ দেননি

কিছু সংখ্যক শ্রমিক কাজে যোগ দিয়েছেন

মজুরি বাড়ানোর দাবিতে চলা কর্মবিরতি প্রত্যাহার করা হলেও সিলেটের বেশিরভাগ চা শ্রমিক কাজে যোগ দেননি। তবে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে দাবি করেছেন শ্রমিক নেতারা।

সোমবার (২২ আগস্ট) সিলেটের বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে সুনসান নীরবতা। কিছু বাগানে শ্রমিকদের বিক্ষোভ করতেও দেখা গেছে।

মালিনিছড়া চা বাগানের শ্রমিক রিতেশ মোদী বলেন, ‘ভ্যালী সভাপতির অপেক্ষায় আছি। তার বক্তব্যের উপর ভিত্তি করে কাজে যোগদানের বিষয়ে চিন্তা করবো। অন্য বাগানের কথা জানা নেই।’

এদিকে চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালা সকাল থেকে নিজ বাসায় অবস্থান করছেন। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

চা শ্রমিক ফেডারেশনের সংগঠক অজিত রায় বলেন, ‘১৩ দিন ধরে শ্রমিকরা খেয়ে না খেয়ে আন্দোলন করছে অথচ রাতের আধারে ১২০ টাকায় কাজে ফেরার সিদ্ধান্ত নিয়ে নিলো! এটা তো হঠকারী সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, ‘দাবি অনুযায়ী ৩০০ টাকা মজুরি বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্সে কথা বলেন, তবেই কাজে ফিরব।’

এর আগে, রোববার দিবাগত রাত ৩টা পর্যন্ত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মৌলভীবাজার জেলা প্রশাসকের বৈঠক হয়।

সেখানে সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন মজুরি ঘোষণা না হওয়া পর্যন্ত ১২০ টাকা মজুরিতে শ্রমিকরা সোমবার থেকে কাজে যোগ দিবেন। এছাড়া শ্রমিকরা যে কয়দিন কর্মবিরতি পালন করেছেন, মালিকপক্ষ তাদের নিয়ম অনুযায়ী মজুরি প্রদান করবে।

উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। গত শনিবার (২০ আগস্ট) ১৪৫ টাকা মজুরির প্রস্তাবে কর্মবিরতি প্রত‌্যাহার করেন শ্রমিকরা। এরপর, রোববার রাতে দৈনিক ১২০ টাকা মজুরিতেই শ্রমিকদের কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

নূর/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়