ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

মৌলভীবাজারের চা বাগানের অধিকাংশ শ্রমিক কাজে যোগ দেয়নি

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ২৩ আগস্ট ২০২২   আপডেট: ১১:০৮, ২৩ আগস্ট ২০২২
মৌলভীবাজারের চা বাগানের অধিকাংশ শ্রমিক কাজে যোগ দেয়নি

ফাইল ফটো

কাজে যোগ দেওয়ার একদিন পরই মঙ্গলবার (২৩ আগস্ট) মৌলভীবাজারের বেশিরভাগ বাগানের চা শ্রমিকরা আবারো  কর্মবিরতি পালন করতে শুরু করেছেন। এসব বাগানের শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করারও প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। 

আজ (মঙ্গলবার) সকালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা একথা জানান।

এর আগে সোমবার (২২ আগস্ট) মৌলভীবাজারের চা শ্রমিকরা ১২০টাকা মজুরিতেই কাজে যোগ দিয়েছিলেন। 

আরো পড়ুন:

গত রোববার (২১ আগস্ট) রাতে মৌলভীবাজারের জেলা প্রশাসক অফিসে প্রশাসন, শ্রমদপ্তরের প্রতিনিধি শ্রমিক ইউনিয়নের নেতাদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১২০ টাকা মজুরি রেখেই চা শ্রমিকদের কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়।  প্রস্তাব মেনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন ইউনিয়নের নেতারা। 

ইউনিয়ন নেতাদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে মঙ্গলবার আবারো কর্মবিরতিতে ফেরেন মৌলভীবাজারের অধিকাংশ চা বাগানের শ্রমিকরা। 

হামিদ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়