আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত পঞ্চায়েত প্রধানদের
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৪১, ২৩ আগস্ট ২০২২
হবিগঞ্জে চা শ্রমিকদের দাবি আদায়ে বাগান পঞ্চায়েত প্রধানদের রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১টার দিকে জেলার চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগান এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জেলার ছোট বড় মিলিয়ে ৪১টি চা বাগানের পঞ্চায়েত প্রধানরা অংশগ্রহণ করেন। বৈঠক শেষ হয় বিকেল প্রায় সাড়ে ৩টায়। বৈঠকে সিদ্ধান্ত হয় চা শ্রমিকদের ন্যায্য মজুরি ৩০০ টাকার দাবি আদায়ে ধর্মঘট অব্যাহত রাখার। তবে এ বৈঠকে ছিলেন না ভ্যালি প্রধানরা।
নাম প্রকাশে অনিচ্ছুক পঞ্চায়েত প্রধানরা জানান, তারা দৈনিক মজুরি ১২০ টাকা মানেন না। মজুরি ৩০০ টাকা ছাড়া তারা কাজে ফিরবেন না।
মামুন চৌধুরী/ মাসুদ