ঢাকা     শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১২ ১৪৩২

নাটোরে পুলিশের ভুলে হাজতবাস: নজরুলের ছয় দিন কে ফিরিয়ে দেবে

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ২৪ আগস্ট ২০২২   আপডেট: ১৩:৫৬, ২৪ আগস্ট ২০২২
নাটোরে পুলিশের ভুলে হাজতবাস: নজরুলের ছয় দিন কে ফিরিয়ে দেবে

নজরুল ইসলাম

নাটোরে পুলিশের ভুলে ছয় দিন কারাগারে হাজতবাস করতে হয়েছে নজরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে। তার আইনজীবী বিষয়টি আদালতকে জানালে গত ২৩ আগস্ট শুনানি শেষে বিচারক তাকে তাৎক্ষণিক মুক্তি দেন। 

লালপুর আমলি আদালতে নিয়োজিত উপ-পরিদর্শক বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নজরুল এলাকায় ‘নজির’ নামে পরিচিত। নাম বিভ্রাটের কারণে এমন ঘটনা ঘটেছে।

নজরুল ইসলাম নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের মৃত আব্দুল জব্বার শেখের ছেলে। পেশায় তিনি দিনমজুর। 

বিভিন্ন সূত্রে জানা যায়, নজরুল ইসলামসহ পাঁচজনের নামে গত ২৪ মে লালপুর থানায় একটি মামলা হয়। ওই মামলায় তাকেসহ চারজনকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। আদালত আসামিদের সেসময় জামিন মঞ্জুর করেন। কিন্তু বাকি একজন একই গ্রামের মৃত জব্বার মন্ডলের ছেলে মো. নজিরকে পলাতক হিসেবে দেখানো হয়। সম্প্রতি তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ওই গ্রেফতারি পরোয়ানা তামিল করতে লালপুর থানার উপ-পরিদর্শক মো. আলিম গত বৃহস্পতিবার পুরাতন ঈশ্বরদী গ্রামে যান। তিনি মূল আসামি নজিরকে না পেয়ে জামিনে থাকা আসামি নজরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যান। পরদিন শুক্রবার তাকে মো. নজির হিসেবে দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

এ সময় নজরুল ইসলাম বারবার নিজের পরিচয় দিয়ে পুলিশের ভুলের সমালোচনা করলে তাকে গালাগাল করা হয়। পরে নজরুল ইসলামের আইনজীবী দীনাই তাছরিন বিষয়টি আদালতের নজরে আনেন। শুনানি শেষে বিচারক মো. মোসলেম উদ্দীন নজরুল ইসলামকে তাৎক্ষণিক মুক্তি দেওয়ার নির্দেশ দেন। 

মুক্তি পাওয়ার পর নজরুল ইসলাম বলেন, মো. নজির নামে তাদের গ্রামে কেউ বসবাস করেন না। পুলিশ ভুলক্রমে ওই নাম দিয়ে মামলা করে তাকে হয়রানি করেছে। সংসারে বৃদ্ধা মা, স্ত্রী ও সন্তান রয়েছে। তিনি একা উপার্জন করে কোনোরকমে সংসার চালান। এসআই আলিমের ভুলে আমাকে ছয় দিন কারাভোগ করতে হয়েছে। এই কয়দিন কাজ করতে পারি নাই। পরিবারের সবাই কষ্টে কাটিয়েছে। আমি এর বিচার চাই।  

লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, গ্রেফতারের সময় নজরুল ইসলাম নিজেকে মো. নজির হিসেবে পরিচয় দিয়েছিলেন। তাই পুলিশ তাকে গ্রেফতার করেছে। আবার নজরুল ইসলাম ও নজির একই মামলার আসামি হওয়ায় এ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিষয়টি অনিচ্ছাকৃত ঘটেছে।

আরিফুল/তারা 


সর্বশেষ

পাঠকপ্রিয়