ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন 

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২৪ আগস্ট ২০২২   আপডেট: ১৩:৫৪, ২৪ আগস্ট ২০২২
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন 

নাটোরের সিংড়ায় বিয়ের দাবিতে তিন দিন ধরে রবিন খান নামে এক যুবকের বাড়িতে অনশনে রয়েছেন এক তরুণী।

সোমবার (২২ আগস্ট) দুপুর থেকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলখোলা গুনাইখারা গ্রামে জিন্নোত খানের ছেলে রবিন খানের বাড়িতে অনশনে বসেন তরুণী।

স্থানীয় বাসিন্দারা জানান, চার বছর আগে ফেসবুকে রবিনের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সুবাদে প্রেমিক রবিন ওই তরুণীর বাড়িতে কয়েকবার বেড়াতেও যান। পরে ওই তরুণীর বাবা-মাকে বিয়ের আশ্বাস দেন রবিন। এক পর্যায়ে বিয়ের কথা বলতেই রবিন বিভিন্ন তালবাহানা করতে শুরু করেন। পরে ওই তরুণী কোনো উপায় না পেয়ে সোমবার দুপুর থেকে রবিনের বাড়িতে অনশন শুরু করেন।

আরো পড়ুন:

বুধবার (২৪ আগস্ট) অনশনরত তরুণী বলেন, দীর্ঘ চার বছরে ধরে দুজনের প্রেমের সম্পর্ক। আমার পরিবার ও সমাজের সবাই জানে রবিনের সঙ্গে আমার বিয়ে ঠিক। রবিন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন বিয়ে করছে না। বাড়িতে ফিরে যাওয়ার আমার কোনো পথ নেই। বিয়ে না করা পর্যন্ত আমি অনশন চালিয়ে যাবো।

এ বিষয়ে জানতে রবিনের রবিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল বলেন, বিষয়টি আমি শুনেছি। উভয় পরিবারের সঙ্গে বসে দ্রুত বিষয়টি মীমাংসা করা হবে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম বলেন, বিষয়টা আমার জানা নেই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরিফুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়