ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের তার চুরি, আটক ২

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ২৫ আগস্ট ২০২২  
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের তার চুরি, আটক ২

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের ৪১৪ কেজি তামার তারসহ ২ জনকে আটক করেছে খুলনা-৩ আনসার ব্যাটেলিয়ান রামপাল ক্যাম্পের সদস্যরা।

বুধবার (২৪ আগস্ট) রাতে বিদ্যুৎকেন্দ্রের মূল ফটকে ট্রাকসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৪৫ হাজার ২০০ টাকা এবং ট্রাকের মূল্য ৪০ লাখ টাকা।

আটককৃতরা হলেন- ট্রাক ড্রাইভার মো. কামাল হোসেন (৪৪) ও হেলপার মো. মেহেদী হাসান (১৮)। 

আরো পড়ুন:

খুলনা-৩ আনসার ব্যাটালিয়ানের উপ-পরিচালক ও ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাক জব্দ করে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের নিচে চেসিস এর সাথে অভিনব কায়দায় পেঁচানো অবস্থায় প্রায় ৪১৪ কেজি তামার তার পাওয়া যায়। উদ্ধারকৃত মালামালসহ আসামিদের রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/টুটুল/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়