ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

কুমিল্লায় নানা আয়োজনে নজরুলের প্রয়াণ দিবস পালিত 

কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ২৭ আগস্ট ২০২২   আপডেট: ১৬:০৩, ২৭ আগস্ট ২০২২
কুমিল্লায় নানা আয়োজনে নজরুলের প্রয়াণ দিবস পালিত 

নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম প্রয়াণ দিবস পালিত হয়েছে কুমিল্লায়। 

শনিবার (২৭ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কবির ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, নজরুল পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। 

পরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কবিকে যেখানে আটক রাখা হয়েছিল সেই কোতয়ালী থানায় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান। 

আরো পড়ুন:

এছাড়া নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে শিশু-কিশোরদের জন্য সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রায় দুই শতাধিক শিশু কিশোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

এদিকে বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

রুবেল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়