ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

পিরোজপুরে জাল টাকাসহ গ্রেপ্তার ১

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ২৭ আগস্ট ২০২২  
পিরোজপুরে জাল টাকাসহ গ্রেপ্তার ১

পিরোজপুরের ভান্ডারিয়ায় জাল টাকাসহ মো. কামাল সিকদার (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার (২৬ আগস্ট) দিবাগত রাতে তাকে আটক করা । 

গ্রেপ্তারকৃত কামাল উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের মৃত নওয়াব আলী সিকদারের ছেলে। 

আরো পড়ুন:

পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক  মো.  আসলাম উদ্দিন জানান, উপজেলার ইকরি ইউনিয়নের আতর খালী গ্রামের জালাল হাওলাদারের বাড়ি থেকে কামালকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ  থেকে ১ হাজার টাকার ৫০টি জাল নোট জব্দ করা হয়। 

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমার বিশ্বাস জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই জ্যোতির ময় বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। 

তাওহিদুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়