ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

নতুন মজুরি নির্ধারণ, রোববার কাজে যোগ দেবেন চা শ্রমিকরা

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ২৭ আগস্ট ২০২২   আপডেট: ২১:০৯, ২৭ আগস্ট ২০২২
নতুন মজুরি নির্ধারণ, রোববার কাজে যোগ দেবেন চা শ্রমিকরা

ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা-বাগানের মালিকদের বৈঠকের পর শ্রমিকদের নতুন মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে রোববার (২৮ আগস্ট) থেকেই কাজে যোগ দেবেন চা শ্রমিকরা।

শনিবার (২৭ আগস্ট) বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, ‘আমরা আগেই বলেছিলাম, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন, আমরা তা মেনে নেব।’

তিনি আরও বলেন, ‘যেহেতু প্রধানমন্ত্রী মালিকদের সঙ্গে বসে মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেছেন, তাই আমরা আগামীকাল থেকেই কাজে যোগদান করব।’

এদিকে নতুন মজুরি নির্ধারণ হওয়ার পর চা শ্রমিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, আমরা দীর্ঘদিন খেয়ে না খেয়ে আন্দোলন করেছি। প্রধানমন্ত্রী আমাদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন। আমরা খুশি, কাল থেকে কাজে নামব।

হামিদ/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়