ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

পীরগঞ্জে ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ২৮ আগস্ট ২০২২   আপডেট: ১৭:০৭, ২৮ আগস্ট ২০২২
পীরগঞ্জে ১৪৪ ধারা জারি

বিএনপি এবং আওয়ামী লীগ একই সময়ে একইস্থানে কর্মসূচি আহবান করায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। 

রোববার (২৮ আগষ্ট) পীরগঞ্জ পৌর এলাকার পূর্ব ও পশ্চিম চৌরাস্তা এবং মুন্সিপাড়া মাইক্রোস্ট্যান্ডসহ আশেপাশের এলাকায় ফৌজদারি আইনের এ ধারা জারি করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার নজির। 

ইউএনও শাহরিয়ার নজির জানান, পীরগঞ্জ উপজেলায় একই স্থানে ও একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি নিজ নিজ দলের কর্মসূচি ঘোষণা করে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশঙ্কায় পৌর এলাকার পূর্ব চৌরাস্তা, পশ্চিম চৌরাস্তা ও মুন্সিপাড়া মাইক্রোস্ট্যান্ডসহ আশেপাশের এলাকায় রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

আরো পড়ুন:

মঈনুদ্দীন/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়