ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৭ ১৪৩১

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশ সীমান্তে: আতঙ্কে স্থানীয়রা

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ২৮ আগস্ট ২০২২   আপডেট: ১৯:৪৩, ২৮ আগস্ট ২০২২
মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশ সীমান্তে: আতঙ্কে স্থানীয়রা

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশ সীমান্তে পড়েছে

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশের বান্দরবান উপজেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের তুমব্রু নোম্যান্সল্যান্ডে কাছে পর পর দুটি মর্টার শেল এসে পড়ে। তবে, সেগুলো বিস্ফোরিত হয়নি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, যেখানে মর্টার শেল পড়েছে, সে জায়গা ঘিরে রাখা হয়েছে। শেলগুলো নিষ্ক্রিয় করতে বিশেষজ্ঞদলের আসার কথা রয়েছে।

তবে, রোববার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মর্টার শেলগুলো নিষ্ক্রিয় করা হয়নি।

নোম্যান্সল্যান্ডে বসবাসরত রোহিঙ্গারা জানিয়েছেন, কয়েকদিন ধরে সীমান্তের ওপারে মিয়ানমারে দফায় দফায় গুলিবর্ষণের আওয়াজ পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে জানতে বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবিরের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা জানিয়েছেন, বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে এবং সতর্ক অবস্থায় আছে। সীমান্তে মর্টার শেল নিক্ষেপ বা গোলাগুলির বিষয়ে এ মুহূর্তে বিস্তারিত জানা যায়নি।

নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস বলেছেন, ‘দুটি মর্টার শেল বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে। এর ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’

বাসু/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়