ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

মেহেরপুরে ৫ সিনেমা হল বন্ধ

মেহেরপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ৩১ আগস্ট ২০২২   আপডেট: ১২:৪৯, ৩১ আগস্ট ২০২২
মেহেরপুরে ৫ সিনেমা হল বন্ধ

আকাশ সাংস্কৃতির কারণে বন্ধ হয়ে গেছে মেহেরপুর জেলার তিন উপজেলার পাঁচটি সিনেমা হল। বর্তমানে আধুনিকতার কারণে কোনো মতে টিকে রয়েছে ‘মেহেরপুর হল।’ এই হলটির আগের নাম ছিল ‘প্রতিভা’ সিনেমা হল।

মেহেরপুর হলের প্রজেক্ট অপারেটর আব্দুস সালাম বলেন, মানহীন ও অশ্লীল সিনেমা প্রদর্শনের জন্য জেলার মানুষ সামাজিক বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। নব্বই দশকে চলচ্চিত্রে আসতে থাকে অশ্লীলতা। এক শ্রেণির নির্মাতা অশ্লীলতাকে পুঁজি করে যেনতেন কাহিনীতে চলচ্চিত্র নির্মাণ করতে থাকেন। কমতে থাকে দর্শক। বন্ধ হতে থাকে একের পর এক সিনেমা হল। এরপরও ফেসবুক আর ইউটিউবের জনপ্রিয়তা বেড়েছে। এছাড়া স্যাটেলাইট চ্যানেলগুলোতেও মানুষ নিজেদের পচ্ছন্দমতো বিনোদন উপভোগ করার সুযোগ পাচ্ছে। 

আরো পড়ুন:

বন্ধ হয়ে যাওয়া রানা সিনেমা হল

বর্তমানে মেহেরপুর জেলা শহরে টিকে আছে একটিমাত্র সিনেমা হল ‘প্রতিভা’। সময়ের পরিবর্তনে প্রতিভার নাম বদলে ‘চন্দ্রিমা’ করা হয়। পরে শহীদ ড. সামসুজ্জোহা পার্ক সংলগ্ন ঐতিহ্যবাহী প্রতিভা সিনেমা হল ভেঙে পৌরসভার উদ্যোগে ‘মেহেরপুর হল’ বানানো হয়। আধুনিকভাবে নির্মিত হলেও এ হলটি প্রতিভা সিনেমা হল নামে বেশি পরিচিত। 

প্রতিভা সিনেমা হলের সাবেক তত্বাবধায়ক ও জেলা শিল্পকলা একাডেমির যুগ্মসম্পাদক আব্দুল ওয়াদুদ জানান, ‘মেহেরপুরে মোট সিনেমা হল ছিল ছয়টি। এর মধ্যে চালু রয়েছে মাত্র একটি। বন্ধ হয়ে গেছে মেহেরপুর শহরের বড় বাজারের নীলমনি ও কলেজ রোডের প্রান্তিক সিনেমা হল। গাংনী উপজেলা শহরের পাশে অবস্থিত ডায়মন্ড ও বামুন্দীতে রানা সিনেমা হল এবং মুজিবনগর উপজেলার বল্লভপুর সোনালী সিনেমা হলও বন্ধ হয়ে গেছে। সিনেমা হল বন্ধ হওয়ার পেছনে আকাশ সাংস্কৃতির প্রভাব আর মানহীন সিনেমাই মূলত দায়ী।’ 

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি মফিজুর রহমান মফিজ বলেন, ‘করোনাভাইরাসারের কারণে দেশের সিনেমা হলগুলো বন্ধ ছিল। বর্তমানেও অনেক সিনেমা হল বন্ধই রয়েছে। তারপরও বলব নব্বই দশকের প্রথম দিকেও কয়েকটি সিনেমা হলে গিয়ে দেখেছি। এখন আর হলে সিনেমা দেখতে যাইনা। এখন সিনেমায় কোনো শিক্ষা নেই। তখনকার দিনের সামাজিক সিনেমাগুলোতে প্রেম-ভালোবাসা ছিলো, এখন অশ্লীলতায় ভরা। ছেলে-মেয়ে সঙ্গে নিয়ে বর্তমানে সিনেমা দেখা যায় না। তবে এ সপ্তাহে মেহেরপুর হলে একটি সিনেমা ‘পরাণ’চলছে। ছবিটি বেশ দর্শক প্রিয়তা পেয়েছে।’ 

তিনি আরো বলেন, ‘বন্ধ সিনেমা হলগুলো আধুনিকায়নের উদ্যোগ ও ভালো মানের চলচ্চিত্র প্রদর্শন করলে বিনোদনের সুযোগ তৈরী হবে।’ 

মেহেরপুরের সিনেমা হল সংশ্লিষ্টরা জানান, ‘মানহীন সিনেমা ও অনুন্নত পরিবেশের কারণে হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অধিকাংশ দর্শক। আধুনিকায়নের মাধ্যমে সিনেমা হল চালু এবং ভালো চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ নিলে ফের হলমুখী হবেন মানুষ।’

মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়