বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভারত সীমান্তে বিএসএফের গুলিতে শরিফুল ইসলাম ভোদু (৩৩) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৩০ আগষ্ট) দিবাগত রাতে শিংনগর সিমান্তে এ ঘটনা ঘটে বলে দাবি করেন মারা যাওয়া যুবকের পরিবার।
নিহত শরিফুল উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া এলাকার মুন্সিপাড়া মহল্লার তাজেমুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, মনাকষার শিংনগর সীমান্তে বিএসফের এলোপাথাড়ি গুলিতে বাংলাদেশে কয়েকজন নাগরিক গুলিবিদ্ধ হন। এদের মধ্যে শরিফুল মারা যায়। গুলিবিদ্ধদের মধ্যে শহিদুল আর বাবু নামের দুজন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারাও সাহাপাড়া এলাকার বাসিন্দা।
শরিফুলের স্ত্রী মোসা. রেখা বেগম বলেন, ‘আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করে। ঈদের আগে কাজ করে ঢাকা থেকে এসেছে আর যায়নি । গতরাতে বাড়িতে না বলে কোথায় গেছে জানাতে পারিনি। ভোরে উঠে আমার স্বামীর বন্ধুদের কাছে শুনি, বিএসফের গুলিতে সে মারা গেছে। তার লাশ এখনও সীমান্তে পড়ে আছে।’
শরিফুলের পিতা তাজেমুল ইসলাম বলেন, ‘ভারত-বাংলাদেশের ১৭২ নম্বর পিলারের কাছে আমার ছেলের লাশ পড়ে আছে এমন খবর পেয়েছি।’
৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল নাহিদ বলেন, ‘সীমান্তে হতাহতের খবর পাওয়া যায়নি। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। শরিফুল নিখোঁজ রয়েছে বলে তার পরিবার আমাদের কাছে দাবি করেছে।’
মেহেদী/ মাসুদ