ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

বগুড়ার কালিতলায় ১৪৪ ধারা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ২ সেপ্টেম্বর ২০২২  
বগুড়ার কালিতলায় ১৪৪ ধারা

বগুড়া শহরের কালিতলায় একই সময়ে এবং একই জায়গায় বিএনপি ও আওয়ামী লীগ-যুবলীগ সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে সদর উপজেলা প্রশাসন। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ফৌজদারি আইনের এ ধারাটি জারি থাকবে বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল।

সমর কুমার পাল বলেন, অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কালিতলা এলাকায় সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

আরো পড়ুন:

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘কালিতলা হাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমাদের পক্ষ থেকে সব দলের সঙ্গেই কথা বলা হয়েছে।’  

এনাম/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়