ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

টঙ্গীতে বিআইডব্লিউটিএ ইকোপার্ক ও নৌপথে স্পিডবোট সার্ভিস চালু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১০ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৩:৩৪, ১০ সেপ্টেম্বর ২০২২
টঙ্গীতে বিআইডব্লিউটিএ ইকোপার্ক ও নৌপথে স্পিডবোট সার্ভিস চালু

বিআইডব্লিউটিএ ইকোপার্ক

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ইকোপার্ক এবং টঙ্গী নদীবন্দর হতে ঢাকা বৃত্তাকার নৌপথে স্পিডবোট সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে অনুষ্ঠানিকভাবে ইকোপার্কের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

আরো পড়ুন:

বিআইডব্লিউটিএর টঙ্গী ইকোপার্কটি টঙ্গীর মিরাশপাড়া এলাকায় নির্মাণ করা হয়েছে। এটির নির্মাণ ব্যয় হয়েছে ১১ কোটি ৬৬ লাখ টাকা। ইকোপার্ক তৈরীর উদ্দেশ্য নদীর তীরভূমি  দখল রোধ ও জনগণের কাঙ্খিত বিনোদনের ব্যবস্থা করা।

নৌপথে সাশ্রয়ী মূল্যে যাত্রী ও মালামাল পরিবহন ব্যবস্থা চালু করার লক্ষ্যে ও টঙ্গী নদীবন্দর হতে বৃত্তকার নৌপথে যাত্রী বৃদ্ধি পাওয়ায় দ্রুতগামী ৪টি স্পিডবোট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আজ দুটি নৌপথে বেসরকারি উদ্যোগে ৫টি স্পিডবোট টঙ্গী আবদুল্লাহপুর-কড্ডা ও টঙ্গী এবং গাজীপুর -উলুখুল (কালীগঞ্জ) নৌরুটের উদ্বোধন করা হয়। 

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফা কামাল, নৌ পুলিশ প্রধান শফিকুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান গাজীপুর সিটি করপোরেশনের যুগ্ম সচিব এ এস এম সফিউল আজম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম প্রমুখ। 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়